শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন ২০১৮
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক |
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হাপুনিয়া
মহাবাগ উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ
শেরপুর, উপজেলাঃ শেরপুর, জেলাঃ বগুড়া।
স্থাপিতঃ
১৯৯৩ ইং
বিদ্যালয়
কোড নং-৪৪৭০ EIIN- 119758
স্মারক নং-37.02.1088.0000.018.18/ তারিখঃ
শ্রেণি শিক্ষকের নামঃ আব্দুল হামিদ, সহকারি
শিক্ষক (কম্পিউটার শিক্ষা)
ক্রমিক নং
|
গুণাবলী
|
নম্বর
|
মন্তব্য
|
০১
|
শিক্ষাগত যোগ্যতা
|
১৪
|
দাখিল-১ম বিভাগ-২০০০ খ্রিঃ
আলিম-২য় বিভাগ-২০০২ খ্রিঃ
বি এস এস (সম্মান)-২য় শ্রেণি-২০০৬ খ্রিঃ
এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান)-২য় শ্রেণি-২০০৭ খ্রিঃ
বি এড- ১ম বিভাগ--২০১৫ খ্রিঃ
এম সি এস ই- সিজিপিএ-৩.৫৮(out of 4)-২০১৮ খ্রিঃ
|
০২
|
শিক্ষকতার অভিজ্ঞতা
|
০৬
|
আমি অত্র বিদ্যালয়ে “সহকারি শিক্ষক (কম্পিউটার শিক্ষা)” হিসেবে ২৯-০৪-২০১০
খ্রিঃ যোগদান করি। আমার প্রথম এমপিও ভূক্তির তারিখ ১ সেপ্টেম্বর/২০১০
খ্রিঃ। ১২-০1-২০১8 খ্রিঃ তারিখে শিক্ষকতার বয়স ০7 বছর 08 মাস ১৩ দিন।
|
০৩
|
বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা
|
১০
|
১। TQI-SEP কর্তৃক CPD- Training on Computer Education প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-টিটিসি, রাজশাহি ০৭-০৫-২০১১ থেকে ২০-০৫-২০১১ খ্রিঃ পর্যন্ত-14 দিন।
২। DSHE কর্তৃক Digital Content Development Training প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-HSTTI,Rajshahi
১৭-১১-২০১২ থেকে ২৮-১১-২০12খ্রিঃ পর্যন্ত-১২
দিন।
৩। TQI-II কর্তৃক CPD for Digital Content Development Follow up
Training প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-টিটিসি, রাজশাহি
০৬-০৯-২০১৫ থেকে ১০-০৯-২০১৫ খ্রিঃ পর্যন্ত 05 দিন।
৪। TQI-II কর্তৃক Computer
Hardware and Software Troubleshooting প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-যুব উন্নয়ন অফিস,বগুড়া ১০-০৬-২০১৬ থেকে
১২-০৬-২০১৬ খ্রিঃ পর্যন্ত 0৩ দিন।
৫। TQI-II কর্তৃক Advanced
ICT Training Course প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-টিটিসি, রাজশাহি ০৭-০৮-২০১৬ থেকে ১১-১০-২০১৬ খ্রিঃ পর্যন্ত ৪0 দিন।
৬। DSHE কর্তৃক Training Course on Performance Based
Management (PBM) প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় ০২-০৪-২০১৭ থেকে ০৪-০৪-২০১৭ খ্রিঃ পর্যন্ত ০৩ দিন।
৭। TQI-II কর্তৃক Follow-up
training on Advanced ICT Training Course প্রশিক্ষণ গ্রহণ- ভেন্যু-টিটিসি, রাজশাহি
২৬-১১-২০১৭ থেকে ০৫-১২-২০১৭ খ্রিঃ পর্যন্ত ১0 দিন।
|
০৪
|
সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা
|
০৩
|
১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইএসডিপি
( SESDP) এর আওতায় সামাজিক
বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ( Moderation) উত্তরপত্র মূল্যায়ন
সম্পর্কিত প্রশিক্ষণে অংশগ্রহণ করি, প্রশিক্ষণ
ভেন্যু-নূরুল আলা নুর ফাযিল মাদ্রাসা,বগুড়া। মোট ০৩
দিনের প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞা অর্জন।
২। ব্র্যাক পোস্ট প্রাইমারী বেসিক এন্ড
কন্টিনিউইং এডুকেশন ( পেইস) কর্তৃক আয়োজিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগনের
৬ষ্ঠ-৮ম মডিউল-১ গনিত (সৃজনশীল) প্রশিক্ষণ গ্রহন। ভেন্যু বিএলসি,পাবনা
২৩-০২-২০১৩ খ্রিঃ থেকে ০৭-০৩-২০১৩ খ্রিঃ পর্যন্ত ১২দিন।
৩। ব্র্যাক পোস্ট প্রাইমারী বেসিক এন্ড
কন্টিনিউইং এডুকেশন ( পেইস) কর্তৃক আয়োজিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগনের
৬ষ্ঠ-৮ম মডিউল-২ গনিত (সৃজনশীল) প্রশিক্ষণ গ্রহন। ভেন্যু বিএলসি,নাটোর
১৩-১২-২০১৪ খ্রিঃ থেকে ২৪-১২-২০১৪ খ্রিঃ পর্যন্ত ১২দিন।
তাছাড়া গত ২০১৮ খ্রিঃ থেকে জেএসসি এবং পরীক্ষার
পরীক্ষক হিসেবে আইসিটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়ণ করে আসছি।
|
০৫
|
ছাত্র-ছাত্রী, অভিভাবক সহকর্মী ও
কৃর্তপক্ষের সাথে সহযোগীতার প্রবণতা
|
০৫
|
ছাত্র- ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে আমার সার্বক্ষনিক যোগাযোগ
রয়েছে এবং কোন শিক্ষার্থী ৭দিনের বেশী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অভিভাবকের সাথে
মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি। বিদ্যালয়ের শিক্ষার্থী তদারকী কমিটির প্রধান হিসাবে ২০১৬ সাল থেকে
দায়িত্ব পালন করে আসছি।
|
০৬
|
চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম
|
০৫
|
আমার চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম রয়েছে। আমি বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।
|
০৭
|
শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণি কক্ষে
পাঠদানে নিয়মানুবর্তিতা
|
০৫
|
আমি শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণি কক্ষে
পাঠদানে নিয়মানুবর্তিতা সর্ম্পকে অত্যন্ত যত্নশীল। সঠিক সময়ে প্রতিষ্ঠানে
আগমণ ও প্রস্থান করি।
|
০৮
|
ডিজিটাল কন্টেট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার
|
১০
|
আমি শিক্ষক বাতায়ন শুরু থেকে সদস্য
হয়ে ডিজিটাল কন্টেট তৈরি করে কন্টেট আপলোড
করেছি। ২০১৮ খ্রিঃ ৪ঠা জানুয়ারী শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হই। শ্রেণিকক্ষে
মাল্টিমিডিয়ার ব্যবহার করে শ্রেণী পাঠদান করি। নিয়মিত MMC Apps ব্যবহার করে প্রতিবেদন দাখিল করি। ২০১৭ খ্রিঃ
থেকে ICT4E বগুড়া জেলা
অ্যাম্বেসেডর হিসাবে দায়িত্ব পালন করে আসছি।
|
০৯
|
পাঠ্যপুস্তক প্রণয়ন
|
০০
|
প্রযোজ্য নয়।
|
১০
|
পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা
|
১০
|
একাধিক পত্রিকার সাথে আছি এবং মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে রিপোর্ট করে আসছি।
|
১১
|
গুনগত
মানের শিক্ষায় উদ্ভাবনী/সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চা নিদর্শন। কমিটির কাজে দক্ষ
ও আর্থিক শৃঙ্খলা
|
১০
|
প্রতিষ্ঠানে
উদ্ভাবনীমূলক উৎকর্ষ সাধন ও ভিশন ২১ কে সামনে রেখে প্রতিষ্ঠানের শিক্ষক ও
শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছি। যার প্রেক্ষিতে কিশোর বাতায়নে
শিক্ষার্থী কর্তৃক কন্টেন্ট আপলোড করে ২০১৮ সালে বিজয়ী হয়ে পুরুস্কার গ্রহন
করেছে।
|
১২
|
মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার সন্তান হলে
|
০০
|
প্রযোজ্য নয়।
|
( মোঃ তারিকুল ইসলাম তারেক
) ( মোঃ দানিসুর রহমান )
সভাপতি
প্রধান শিক্ষক
হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়
হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়
শেরপুর,বগুড়া। শেরপুর,বগুড়া।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হাপুনিয়া
মহাবাগ উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ
শেরপুর, উপজেলাঃ শেরপুর, জেলাঃ বগুড়া।
স্থাপিতঃ
১৯৯৩ ইং
বিদ্যালয়
কোড নং-৪৪৭০ EIIN- 119758
স্মারক নং-37.02.1088.0000.018.19/ তারিখঃ
অভিজ্ঞতার
সনদ
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আব্দুল
হামিদ “
সহকারী শিক্ষক ( কম্পিউটার শিক্ষা)” হিসেবে গত ২৯এপ্রিল ২০১০ খ্রিষ্টাব্দ তারিখে অত্র বিদ্যালয়ে যোগদান করেন ।
তাঁর ইনডেক্স নং-১০৪৯৮৮১। তিনি অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর
থেকেই অদ্যাবধি সপ্তম শ্রেণির ‘শ্রেণি শিক্ষকের’ দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
আমি তাঁর বর্তমান ও ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করি।
(মোঃ দানিসুর রহমান)
প্রধান শিক্ষক,
হাপুনিয়া মহাবাগ উচ্চ
বিদ্যালয়
শেরপুর,বগুড়া।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হাপুনিয়া
মহাবাগ উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ
শেরপুর, উপজেলাঃ শেরপুর, জেলাঃ বগুড়া।
স্থাপিতঃ
১৯৯৩ ইং
বিদ্যালয়
কোড নং-৪৪৭০ EIIN- 119758
স্মারক নং-37.02.1088.0000.018.19/ তারিখঃ
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আব্দুল
হামিদ, “ সহকারী শিক্ষক (কম্পিউটার শিক্ষা)” হিসেবে গত ২৯ এপ্রিল ২০১০ খ্রিষ্টাব্দ
তারিখে অত্র বিদ্যালয়ে যোগদান করেন । তাঁর
ইনডেক্স নং-১০৪৯৮৮১। অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই
অদ্যাবধি তিনি সপ্তম শ্রেণির ‘শ্রেণি শিক্ষকের’ দায়িত্ব দক্ষতা , সততা, সুনাম,
সমায়নুবর্তিতা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। আমার
জানা মতে,
‘শিক্ষক বাতায়নের’ সদস্য হিসেবে তিনি বাংলা ও আইসিটি বিষয়ের কন্টেট
আপলোড করে ৪ঠা জানুয়ারী ২০১৮খ্রিষ্টাব্দে শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট
নির্মাতা হয়েছেন। তিনি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের
সকল শিক্ষককে বাতায়নের সদস্য হিসেবে যোগদান ও ডিজিটাল কন্টেট তৈরি এবং শ্রেণিকক্ষে
মাল্টিমিডিয়া ব্যবহারে উৎসাহ প্রদান করে আসছেন।
আমি তাঁর বর্তমান ও ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা
করি।
(মোঃ দানিসুর রহমান)
প্রধান শিক্ষক,
হাপুনিয়া মহাবাগ উচ্চ
বিদ্যালয়
শেরপুর,বগুড়া।
কোন মন্তব্য নেই