২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শেরপুর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাশার আল হামিদ।
![]() |
| বাশার আল হামিদ |
বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন হাপুনিয়া মহাবাগ
উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাশার আল হামিদ ২০১৯ সালের জাতীয় শিক্ষা
সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শেরপুর উপজেলায় আবারও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত
হয়েছেন। ২০১৮ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ লিয়াকত
আলী সেখ এর গঠিত চার সদস্য বিশিষ্ট গঠিত বাছাই কমিটি তাকে ২০১৯ সালের শ্রেষ্ঠ শ্রেণি
শিক্ষক হিসাবে নির্বাচিত করেন।
শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান,শৃংখলাবোধ,দায়িত্ববোধ,ডিজিটাল
কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার এবং শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান
রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি
শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন। জানা যায়, বাশার আল হামিদ ২০১০ সালের ২৯শে এপ্রিল
হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (কম্পিউটার শিক্ষা)হিসাবে যোগদান করেন।
আরও জানা যায়, তিনি উক্ত বিদ্যালয়ে যোগদানের পর দুই বছরের মধ্যেই শেরপুর উপজেলার প্রত্যেকটি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আইসিটি বিষয়ের শিক্ষকদের আস্থা ও ভালোবাসা নিয়ে আইসিটি
শিক্ষক হিসাবে খ্যাতি অর্জণ করেন।
তিনি ২০১৬ সালে এটুআই কর্তৃক অ্যাডভান্স আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি প্রধান মন্ত্রীর কার্যালয়
(এটুআই)কর্তৃক নিযুক্ত আইসিটি ফোর এডুকেশান এর বগুড়া জেলা অ্যাম্বেসেডার। তিনি ২০১৮
সালের ৫ই জানুয়ারীতে শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হন। বর্তমানে
ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের আইসিটির মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সেইসাথে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও
সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এইগুনি শিক্ষক বিভিন্ন দেশি এ বিদেশি প্রশিক্ষণে অংশগ্রহন করে সার্টিফিকেট অর্জণ করে
চলছেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন কম্পিউটার সাইন্স
অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সান্ধ্যকালিন)এমসিএসই, মাদ্রাসা শিক্ষায় কামিল ডিগ্রি অর্জন
ও জেনারেল শিক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স এবং বিএড শেষ করেছেন। বর্তমানে
তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএড এ অধ্যয়ণ রক আছেন। তিনি শিক্ষাতথ্য
ডট কম, সংবাদ ডট নেট এবং দৈনিক ডোনেট ডট কম অনলাইন মিডিয়ার বগুড়া জেলা প্রতিনিধি হিসাবে
দায়িত্ব পালন করে আসছেন।
তার টানা ২য় বারের মত এই অর্জনে প্রতিষ্ঠানের
সন্মানিত সভাপতি,শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম তারেক এবং সন্মানিত
প্রধান শিক্ষক জনাব মোঃ দানিসুর রহমান ভীষণ খুশি। তারা খুশির সংবাদে তাৎক্ষনিক তাকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জনাব বাশার আল হামিদ ১৯৮২ সালে ১৩-ই জানুয়ারী
শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ
করেন। তার বাবা মরহুম আলহাজ্ব খাদেমুল ইসলাম বিআরডিবিতে কর্মরত ছিলেন, মাতা মরহুমা
ছকিনা বেগম ছিলেন গৃহিণী। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।


কোন মন্তব্য নেই