This site is IT base site

হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কথন।



বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে অবস্থিত হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়,যা প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস জানতে হলে আগে জানতে হয় হাপুনিয়া,গোসাইবাড়ী ও বাগড়া কলোণী গ্রামের প্রতিষ্ঠার ইতিহাস। উক্ত গ্রাম তিনটির বাসিন্দারা কেহই এদেশের স্থানীয় বাসিন্দা ছিলেননা। তারা মুলত ভারতের আসাম প্রদেশের বাসিন্দা ছিলেন। ১৯৪৭ সালে বৃটিশ শাসকগোষ্ঠি পুরো ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে যখন হিন্দুস্থান এবং পাকিস্তান করে চলে যায় তারপর কিছুদিন দুটি আলাদা দেশ বেশ ভালই চলতে ছিল। ১৯৪৯ সালে ভারতে বিভিন্ন প্রদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে। দাঙ্গার ফলে আসাম প্রদেশের মুসলমানগন পুনরায় আবার এদেশে চলে আসে। এখানে আর একটি বিষয় জানা থাকা দরকার যে, যে সকল লোক আসাম থেকে এলো তারা মুলত এক সময় এদেশেই ছিল। ১৯৫২/৫৩ সনে তৎকালীন পাকিস্তান সরকার এসকল মুসলমানদের মোহাজের হিসাবে এ এলাকায় পূর্ণবসতি দেয়।
বসতি দেয়ার কিছুদিন পর হাপুনিয়া গ্রামের কতিপয় মুরুব্বিগন তাদের ছেলেমেয়েদের শিক্ষার কথা চিন্তা ভাবনা শুরু করে।যার ফলশ্রুতিতে হাপুনিয়া কলোনি বর্তমান মধ্যাপড়া মসজিদের পার্শ্বে মাটির দেয়াল দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করে। যে প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক ছিলেন অত্র গ্রামের মরহুম শাহ আলী মুন্সী সাহেব। বেশ কিছুদিন চলার পর গোসাইবাড়ী কলোনীর মরহুম ছাদেক আলী আকন্দ  হাপুনিয়া কলোনির তৎকালীন মুরুব্বি মরহুম শাহ আলী মুন্সী, ইব্রাহিম আকন্দ, নেদা প্রামানিক,আবেশ প্রমানিক,গেন্দা প্রমানিক এবং মোঃ আবেদ আলী আকন্দ সহ আরও অন্যান্য লোকজনকে ডাকিয়া বলে যে একক ভাবে একটি বিদ্যালয় চালানো সম্ভব না। তা ছাড়া আমাদের গ্রাম গোসাইবাড়ী এবং বাগড়ার কথা চিন্তা করে যদি বিদ্যালয়টি মাঝামাঝি কোন স্থানে প্রতিষ্ঠিত করা যায় তাহলে সবারই ভালো হয়। তখন উক্ত তিন গ্রামের মুরুব্বিদের নিয়ে আজকের প্রতিষ্ঠিত স্থানে ১৯৬৪ সনে স্থাপন করা হয় প্রাথমিক বিদ্যালয়টি। নাম করন করা হয় হাপুনিয়া মহাবাগ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। মহাবাগ এর পূর্ণরুপ হলো ম=মোহাজের(যেহেতু তারা অন্য দেশ আসাম থেকে আগত),হা=হাপুনিয়া,বা=বাগড়া এবং গ=গোসাইবাড়ী। যখন সরকার এখানে বসতি দেয় তখন আজকের বিদ্যালয়ের সাবেক ৪৭৭ নং দাগটির ৩ একর জমি ১ নং খতিয়ানে ছিল। বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জেলা প্রসাশক মহোদয় অত্র বিদ্যালয়ের নামে  ১.৬২ (একর) বরাদ্ধ প্রদান করেন।
এরপর বেশ কিছুদিন পর ১৯৯৩ সনে অত্র এলাকার মুরুব্বিগন বিশেষ করে জনাব মাওলানা মোঃরোস্তম আলী (সাবেক অধ্যক্ষ,শেরপুর ডিগ্রি কলেজ এবং প্রতিষ্ঠাতা সভাপতি অত্র বিদ্যালয়),জনাব আবেদ আলী আকন্দ, জনাব খাদেমুল ইসলাম, মরহুম মকবুল হোসেন(ইউপি সদস্য) মরহুম রফিজ উদ্দীন আকন্দ,মরহুম রসুল বক্স সেখ,মরহুম ময়েন উদ্দীন সেখ,মরহুম আবুল কালাম মাস্টার সাহেব,মরহুম জালাল প্রমানিক,মরহুম আলাল উদ্দীন (সাবেক চেয়ারম্যান,গাড়ীদহ ইউপি), জনাব আলী হোসেন চারু, জনাব শাহ আলী খাঁ,জনাব আবুল কাশেম সরদার প্রমুখ বিভিন্ন চিন্তা ভাবনা করে হাপুনিয়া মহাবাগ প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে আজকের হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার চিন্তা করে। এর সঙ্গে বাগড়া বাসিন্দা জনাব মোঃ দানিসুর রহমান যুক্ত হন। এখানে উল্লেখ অত্র এলাকার মুরুব্বিগন ছিলেন অশিক্ষিত তবে সহজ সরল ও জ্ঞানী। তারা চিন্তা ভাবনা করে জনাব দানিসুর রহমানকে যোগ্য ও দক্ষ মেনে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দান করেন। জনাব দানিসুর রহমান অনেক কষ্ট করে অতি দক্ষভাবে দুই বছরের মধ্যেই ১৯৯৫ সালে বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি নিয়ে আসেন। ১৯৯৯ সালে প্রধান শিক্ষক একক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে এমপিও ভুক্তি করে নিয়ে আসেন। তখন থেকেই অত্র বিদ্যালয়ের যাত্রা শরু হয়। বর্তমানে প্রায় ৬৫০ জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। যা এলাকার গরীব ও অশিক্ষিত জনগোষ্ঠীকে শিক্ষিত ও সু নাগরিক জাতি হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.